চিন্তাভাবনার মৌলিকত্ব কতটুকু দরকার? -সোহায়েব বিন ইসলাম সিয়াম
মৌলিক চিন্তা -------------------- চিন্তাভাবনার মৌলিকত্ব দরকার। মৌলিক চিন্তাভাবনা করার মত লোক দিন দিন কমে যাচ্ছে। দশজনের দশটা মত একত্রিত করে সেটাকে বিশ্লেষণ করে আপনি বড়জোর একজন বিশ্লেষক হতে পারেন। কিন্তু মৌলিক চিন্তার ব্যাপারটা সেখানে অনুপস্থিত থেকে যায়। একটা রাষ্ট্র বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য মৌলিক চিন্তাবিদ দরকার হয়। সম্পূর্ণ রূপে নিজের মৌলিক চিন্তাকে প্রকাশ করার জন্য দরকার সাহস ও বুদ্ধিমত্তা। ধরেন, বর্ণবাদ কিংবা নেপোটিজম নিয়ে আপনার দৃষ্টি ভঙ্গি কি? এখন এটা নিয়ে আপনি না ভেবেই যদি বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন মানুষের মতামত রিড করা শুরু করেন, আপনি নিজের অজান্তেই বায়াসড হয়ে যাবেন। এক্ষেত্রে, মৌলিক চিন্তা করার অভ্যাস দূর হয়ে যায়। যেটা হতাশাজনক। দিনের বেশিরভাগ সময় ফেসবুকে থাকার জন্য, আমরা আমার ইচ্ছেমতো জ্ঞান টাকে আহরন করতে পারিনা। আমরা স্ক্রল করি, যা সামনে আসে, দেখি, আমাদের যা দেখানো হয়, আমরা তাই দেখি। কোনো বিষয়ে নিজের ভাবনা সময় নিয়ে চিন্তা করার আগেই সহস্র মতামত আমাদের সামনে চলে আসে। আমরা তখন সমর্থন দেই অথবা বিরোধীতা পোষণ করি। এই 'সমর্থন' ও 'বিরোধীতা' পোষণও আপনা...