রবীন্দ্র সাহিত্য কখনো অপ্রাসঙ্গিক হয়ে গেলে তখন তাকে বাংলা সাহিত্যের সেরা স্রষ্টা বলবেন কি? - সোহায়েব বিন ইসলাম

 // রবীন্দ্র সাহিত্য কখনো অপ্রাসঙ্গিক হয়ে গেলে তখন তাকে বাংলা সাহিত্যের সেরা স্রষ্টা বলবেন কি?//


শিল্প সাহিত্য -ই সম্ভবত একমাত্র বিষয়, সেখানে নিয়ম কানুনের বেড়া জাল কে নগন্য চোখে দেখা হয়। আপনি কখনোই কোনো শিল্পকে একটা নিয়মের মধ্যে আটকে ফেলতে পারবেন না। এজন্যই হয়তো এটা শিল্প।


সাহিত্যের সৌন্দর্য হলো, এটাকে নিয়মের মধ্যে আটকে ফেলা যায় না, আবার এটাকে  সহজে প্রশ্নবিদ্ধ করা যায়। যেমনটা, নজরুল কে কবি না বলে পদ্যকার বলে অভিহিত করেন কেউ কেউ। কবি সত্ত্বাকে এভাবে প্রশ্নবিদ্ধ করাও সাহিত্যের বাইরের কিছু না।


আবার যেহেতু এখানে নিয়মে বেঁধে ফেলার কিছু নাই, সেহেতু এখানে শ্রেষ্ঠত্ব বলেও কিছু নেই।


সাহিত্যে শ্রেষ্ঠত্বের চেয়ে 'প্রাসঙ্গিকতা' বা 'কালজয়ী' টার্মটা গুরুত্বপূর্ণ। 


' কালজয়ী'  টার্মটা অবশ্য একটা সীমাবদ্ধ টার্ম।


রবীন্দ্রনাথ চলে যাওয়ার আশি বছর পরেও তিনি বেশিরভাগ ক্ষেত্রে প্রাসঙ্গিক। বর্তমান সময়ে তিনি কালজয়ী। হয়তো আরো আশি বা একশ বছর পরেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। তারও একশ বছর পরে তিনি প্রাসঙ্গিক নাও থাকতে পারেন। সেক্ষেত্রে  তিনি সেই সময় বা কালকে জয় করতে পারবেন না। 


যতদিন তিনি প্রাসঙ্গিক থাকবেন, ততদিন পর্যন্ত তিনি কালজয়ী। অতএব প্রাসঙ্গিকতার উপর একটা লেখকের লেখা বেঁচে থাকার ব্যাপারটা ঠিক করছে।


একইভাবে, জীবনানন্দ এর ব্যাপারেও কথাটা প্রযোজ্য।


যেহেতু আমরা বলতে পারবো না, রবীঠাকুর কতদিন পর্যন্ত প্রাসঙ্গিক থাকবেন, সেহেতু, আমরা এটাও বলতে পারিনা, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক।  


একথা বলতে আমার দ্বিধা নেই যে, ভবিষ্যতে আমরা রবী ঠাকুর বা জীবনানন্দ এর চেয়েও অধিক প্রাসঙ্গিক ও অধিক কালজয়ী  কবি পেতে পারি।


সাহিত্যে শ্রেষ্ঠত্ব বলে কিছু নেই। 


বরং সাহিত্যে শ্রেষ্ঠ শব্দটাই বেমানান। শ্রেষ্ঠ বলে কাউকে ধরে নেয়া, সাহিত্যের সীমাহীন পরিসর কে সীমাবদ্ধ করে ফেলে।


সোহায়েব বিন ইসলাম সিয়াম

২৪/০৮/২০২০ ইং

Comments

Popular posts from this blog

তবু কেবলি দৃশ্যের জন্ম হয়

বাংলাদেশের নাটক শিল্পের বর্তমান অবস্থা ও আমার দৃষ্টিভঙ্গি

নির্বাসন (ছোটোগল্প, লেখা : সোহায়েব বিন ইসলাম সিয়াম)