Posts

Showing posts from November, 2020

মানবী - লেখা : সোহায়েব বিন ইসলাম সিয়াম

 এই মুহুর্তে, একজন নারীর উপস্থিতি দরকার।   কোনো একটা দৃশ্যপটে নারী উপস্থিত হলে, সে দৃশ্য দ্রুত বদলে যায়। এর পেছনে মূল কারণ বা ব্যাখ্যা অনেক কিছুই থাকতে পারে।  নারীকে যদি দৃশ্য বদলে দেয়ার নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়, তবে, এই নিয়ামক কে গূরুত্ব সহকারে ভাবতেই হবে। কাগজ, কলম নিয়ে বসে পড়লাম। পেন্সিল দিয়ে নারী - তৈরি করবে চিত্রশিল্পীরা। আমি সাধারণ মানুষ। বারবার মেশানোর বালাই নেই। যা আঁকবো, সেটাই চূড়ান্ত। কলম হলেই চলে।খারাপ কিছু তৈরি হলেও আশঙ্কা নেই। ভয় নেই। কেউ মার্ক কাটবে না। যেহেতু এই মুহুর্তে একজন নারী ভীষণ ভাবে প্রয়োজন, আমার হাত, কলমের সাহায্যে কাগজের উপর একটা নারী তৈরি করে ফেলছে। খুব যে খারাপ হচ্ছে, তা নয়। "কলমে আঁকা পরী" ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। শাড়ি পরিয়ে দিলাম। কপালে দিলাম টিপ। একটা মায়াবতী টাইপ বাঙালীয়ানা নারী তৈরি হলো।  এমন  অবয়ব  তৈরি হলো, যাকে দেখে জীবনানন্দ আবেগে আপ্লুত হয়ে বলতেই পারেন , "চুল তার কবেকার অন্ধকার...... " কিন্তু আজ জীবনানন্দ বিশেষ কারণে অনুপস্থিত। উপস্থিত আছেন -  রবীঠাকুর, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়,  বঙ্কিম, সুনীল এনং হুমায়ূন আহমেদ।  আমার