অন্যরকম_ঘরের_আলাপ - সোহায়েব বিন ইসলাম সিয়াম
দামী পাঁচতারা হোটেলের একটা ঘর। মোটামুটি অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছি। রুমটা পুরোপুরি অন্ধকার। রুমে আমি একা না। আমার পাশে শুয়ে আছে একজন তরুনী। তরুনী সম্পূর্ণ নগ্ন। যদিও অন্ধকারের জন্য সেই নগ্নতা চোখে দেখতে পাচ্ছি না। তরুনী অনায়াসে যেকোনো মানুষের চোখে সুন্দরী হিসেবে গণ্য হবে।। সে এসেছিলো দারুন সবুজ রঙের একটা শাড়ি পড়ে। কপালে আবার কালো টিপ। এই তরুনীর সাথে ব্যক্তিগত ভাবে আমার কোনো পরিচয় নেই। নামটাও জানিনা। তবে, হোটেলে এক রাত্রি কাটানোর মত চমৎকার মেয়ে। হোটেল ম্যানেজার আমার জন্য তাকে পাঠিয়ে দিয়েছে। শরীরে হাত দিতে যাবো, এমন সময় বললো, " লাইট অফ করেন! লজ্জা করেনা লাইট জ্বালায়ে এসব করতে?" এমন ঝাঝালো ভাবে সাধারণত কোনো মানুষ কথা বলেনা আমার সাথে। সমাজে আমার একটা উচ্চ অবস্থান আছে। যেকোনো লোক, আমার সাথে কথা বলার সময় বেশ বিনয়ের সাথে কথা বলে! টকশো তে আমার মুখ পরিচিত। সমাজ কর্মী হিসেবেও আনার খ্যাতি আছে। রাজনৈতিক বিশ্লেষক, বিজনেস আইকন সব মিলিয়ে আনার পরিচয় অনেক। তবু, পতিতার কাছে আমার এসব পরিচয় দিয়ে লাভ নাই। অগত্যা ইচ্ছের বিরুদ্ধে লাইট অফ করতে হলো। সুন্দরী মেয়েদের সাথে তর্ক করতে ইচ্ছে করেনা আমার।...